সভার তারিখ: ২৫/০২/২০১৪ ইং
সিদ্ধান্ত:
১। ৪ নং আদাঐর ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আতকাপাড়া গ্রামের মাঝে সোনাই খাল পুন:খনন প্রকল্পটি বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এবঙ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী মাধবপুর, হবিগঞ্জ এর নিকট প্রেরণের জন্য সভাপতিকে অনুরোধ জানানো হয়।
সিদ্ধান্ত:
২। সংরক্ষিত আসনের মহিলা সদস্য হিসেবে জনাব আয়েশা খাতুনকে চলতি-০০১০১৮৭৬৫ নং হিসাবের যৌথ স্বাক্ষরকারী/হিসাব পরিচালনাকারী হিসেবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার তারিখ: ২৯/০১/২০১৪ ইং
স্খাবর সম্পত্তি হস্তান্তর করের ১% হতে প্রাপ্ত অর্থ দ্বারা নিম্ন বর্ণিত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকল্পের নাম:
ক্র: নং | প্রকল্পের নাম/ব্যয়ের বিবরণ | বরাদ্দ (টাকা) |
১ | ২ | ৩ |
১ | আদাঐর এনুছ মিয়ার বাড়ী হইতে আদাঐর গোসাই বাড়ীর রাস্তার খালের উপর ব্রীজ নির্মাণ। (পার্ট- ৩) | ২,০০,০০০/- টাকা |
২ | গোপালপুর গ্রামের মন্দিরের নিকট কালভাটের স্ল্যাব নির্মাণ ও মাটি ভরাট। | ৫০,০০০/- টাকা |
৩ | মিঠাপুকুর জামে মসজিদ হইতে হাসেমের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত। | ২৪,২০০/- টাকা |
৪ | মিঠাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট। | ২০,০০০/- টাকা |
মোট | ২,৯৪,২০০/- টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস