Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

 

আদাঐরইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার প্রোফাইল

 

নাম

শিক্ষাগত যোগ্যতা

 

জন্ম তারিখ

 

চাকুরীতে যোগদানের তারিখ

বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ

মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা

জনাব পিযুষ কুমার দাস

এসএসসি,

কৃষি ডিপ্লোমা

১০/১১/১৯৭৮ ইং

২৬/০৮/২০০৪ ইং

২৩/০৩/২০০৮ ইং

০১৭২১-৭৭৪৪১১

০১৯৩৮-৮১৫৪৩৪

pijushdas1978@gmail.com

 

 

 

কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এর দায়িত্ব ও কর্তব্য

১। কৃষি সম্প্রসারণ সেবা প্রদান এবং প্রযুক্তি হস্তান্তর করা।

২। সকল সরকারী ও বেসরকারী দলের সাথে কাজ করা।

৩। ব্লকের যাবতীয় তথ্য সংগ্রহ করা।

৪। প্রাকৃতিক দূযোর্গ বিষয়ে সতর্কীকরণ এবং চাষীদের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান।

৫। কৃষি বিষয়ক প্রশিক্ষনের ব্যবস্থা করা।

৬। প্রদর্শণী প্লট স্থাপনের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর করা।

৭। কৃষি বিষয়ক তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দাখিল।

৮। উদ্ধুদ্ধকরণের মাধ্যমে উন্নত ও নতুন জাতের প্রসার ঘঠানো এবং উন্নত জাতের বীজ ব্যবহার, বীজ সংরক্ষন, বীজ উৎপাদনে সহায়তা করা।

৯। কৃষি পরামশ্র্ কেন্দ্রে অবস্থান করে চাষীদের প্রয়োজণীয় পরামর্শ প্রদান।

১০। পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও বসতবাড়ীতে শাকসবজি চাষে উদ্ধুদ্ধকরণ।

১১। ফলজ ও ঔষধী বৃক্ষের উপকারীতা সম্পর্কে জ্ঞান প্রদান ও বৃক্ষরোপণের ব্যবস্থ্যা করা।

১২। জৈব সার তৈরি ও ব্যবহারে উদ্ধুদ্ধকরণ।

১৩। দূষণমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বালাই দমনের জন্য প্রশিক্ষণ প্রদান।

১৪। পতিত জমি রাস্তা ঘাট স্কুল কলেজ প্রঙ্গনে উপকারী বৃক্ষ এবং ফলজ বৃক্ষরোপণে সহায়তা করা।

১৫। নাসারি স্থাপনে সহায়তা ও প্রশিক্ষন প্রদান।

১৬। সেচ ব্যবস্থ্যা ও সেচ যন্ত্র আবাদি জমি জরিপ করা।

১৭। বাৎসরিক ব্লকের দানাদার খাদ্যের চাহিদা নিরুপন ও উৎপাদনের পরিমান সংগ্রহ করা।

১৮। সার ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারের মাধ্যমে চাষীদের উদ্ধুদ্ধকরণ এবং গুটি ইউরিয়া সারের উপকারীতা সম্পর্কে ধারনা প্রদান।

১৯। নতুন কৃষিনীতি বাস্থবায়ন এবং চাষের যন্ত্রপাতি ও প্রাপ্যতা সম্পর্কে অবহিত করা।

২০। ধান ক্ষেতে মাচ চাষ সম্পর্কে জানানো।

২১। গবাদি পশু ও হাঁস মুরগির সংখ্যা জানা।